বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য টাঙ্গাইলের কালিহাতীর বল্লা বাজারের শ্রী শ্রী নিতাই গৌর বিগ্রহ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা বেনজির আহমেদ টিটোর পক্ষ থেকে এই আয়োজন করা হয়। এই যৌথ প্রার্থনা দেশে এক অনন্য মানবিক ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। #খালেদা_জিয়া #রোগমুক্তি #হিন্দু_প্রার্থনা #ধর্মীয়_সম্প্রীতি #বেনজির_টিটো #কালিহাতী #বল্লা #বিএনপি #Mission90
